মহানবীর (দ.) জীবন অনুসরণই মানবতার মুক্তির পথ

আর্টিলারি মোড়ে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলে আল্লামা আবুল হাশেম

| বৃহস্পতিবার , ১২ অক্টোবর, ২০২৩ at ১১:০০ পূর্বাহ্ণ

আনজুমান ট্রাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক ও চকবাজার অলি খাঁ জামে মসজিদের খতিব আল্লামা মোহাম্মদ আবুল হাশেম বলেন, মানুষের মাঝে মানবতাবোধ প্রতিনিয়ত কমছে। সমাজে অস্থিরতা বাড়ছে। যার কারণে নৃশংস হয়ে উঠছে মানুষ। ঘটছে হত্যাকাণ্ড। শিক্ষা অর্জনের সাথে সাথে প্রত্যেক শিক্ষার্থীকে দক্ষতাও অর্জন করতে হবে। মানবিকতার শিক্ষা নিতে হবে। অভিভাবকদের সেদিকে নজর দিতে হবে। পাড়ায় পাড়ায় গড়ে ওঠা কিশোর গ্যাংকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে। নিজের সন্তানের সুন্দর ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের বিশ্ব মানবতার মুক্তির দূত মহান আল্লাহর প্রেরিত সর্বশেষ রাসুলের (.) অনুসরণ করার নির্দেশ দিতে হবে। কারণ মহানবী (.) হচ্ছেন অনুপম আদর্শের অধিকারী। তাই তাঁর জীবন অনুসরণই হচ্ছে মানবতার মুক্তির পথ। তিনি গত ৭ অক্টোবর বাদ এশা হালিশহর আর্টিলারি মোড়ে অনুষ্ঠিত মিলাদুন্নবী (.) মাহফিলে তকরির পেশ করছিলেন। গাউসিয়া কমিটি আর্টিলারি মোড় ইউনিটের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিট সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলাম। ইউনিট সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম সোহেলের সঞ্চালনায় এতে আরো তকরির করেন আর্টিলারি মোড় দরবারে মোহম্মদীয়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আবুল হাশেম ও রাউজান বাগোয়ান ইউনিয়নের ফৌজদার পাড়া জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আজিম সন্দ্বীপী।

এতে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নুরুল আবছার, ফইল্যাতলী বাজার কিচেন মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুদ রায়হান, আবদুস সালাম মজুমদার, মাওলানা তৈয়ব প্রমুখ। নাত পরিবেশন করেন মো. শাকিল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ লালখান বাজার মাদ্রাসা মাঠে ইসলামী বই মেলা শুরু
পরবর্তী নিবন্ধপ্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সভা