বোয়ালখালীর পূর্ব চরণদ্ধীপ গাউছুল আজম দস্তগীর (রহ.) ও তৈয়বিয়া স্মৃতি সংসঠনের পবিত্র ঈদে মিল্লাদুন্নবী (দ.) সুন্নী সম্মেলন অনুষ্ঠিত।
ঘাটিয়াল পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গত ৯ জানুয়ারি সুন্নী সম্মেলনে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মুহাম্মদ শোয়াইব রেজা। উদ্ধোধন করেন মাওলানা সৈয়দ আহম্মদ শাহ্ মাইজভান্ডারী। প্রধান অতিথি ছিলেন পীরে তরিক্বত মাওলানা আবুল কাশেম নূরী। প্রধান বক্তা ছিলেন আল্লামা কাজী মুহাম্মদ শফিউল আজম আল কাদেরী। বিশেষ বক্তা ছিলেন মুফতি মুহাম্মদ নাজিম উদ্দিন নুরী, মুহাম্মদ রেজাউল করিম সেলিম। মাহফিল সঞ্চালনা করেন হাফেজ শাহজাহান ও হাফেজ মুহাম্মদ নিজাম রেজা। প্রধান অতিথি বলেন, মহানবীর (দ.)আদর্শ বিশ্ব মানবতার জন্য অনুসরণীয় ও অনুকরণীয়। আমরা যদি মহানবী (দ.) জীবনাদর্শ মেনে চলি তাকে অনুসরণ করি তাহলে সমাজে কোনো হিংসা–বিদ্বেষ থাকবে না। এতে দুনিয়ায় যেমন শান্তি ফিরে পাবে, আখিরাতেও তারা এর উত্তম মর্যাদার অধিকারী হবে। প্রেস বিজ্ঞপ্তি।