মহানবীর (দ.) জীবনাদর্শ অনুসরণের মাধ্যম দুর্বিষহ জীবন থেকে মুক্তি সম্ভব

আনজুমান ট্রাস্টের রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সের ৫ম দিনে বক্তারা

| সোমবার , ৩ অক্টোবর, ২০২২ at ১০:৫৩ পূর্বাহ্ণ

‘মহানবীর (দ.) সামগ্রিক জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে সমস্যাগ্রস্ত দুর্বিষহ জীবন থেকে মুক্তি মিলতে পারে।’ আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে নগরীর ষোলশহর আলমগীর খানকাহ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় ১২ দিনব্যাপী রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সের ৫ম দিনে বক্তারা উপরোক্ত কথা বলেন। কনফারেন্সে সভাপতিত্ব করেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন। প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার হাফেজ আল্লামা সোলায়মান আনসারী। ঈদে মিলাদুন্নবীর (দ) তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনায় অংশ নেন আল আমিন বারীয়া মাদরাসার সাবেক আরবী প্রভাষক মাওলানা শাহ নুর মুহাম্মদ আলকাদেরী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার আরবী প্রভাষক হাফেজ মাওলানা মুহাম্মদ আনিসুজ্জামান আলকাদেরী, মাওলানা মুহাম্মদ হামেদ রেজা নঈমী, মুহাম্মদ আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন মুহাম্মদ সামসুদ্দিন, মুহাম্মদ সিরাজুল হক, মুহাম্মদ গিয়াস উদ্দিন সাকের, মুহাম্মদ এনামুল হক বাচ্চু, কমর উদ্দিন সবুর, পেয়ার মোহাম্মদ কমিশনার, এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, মাওলানা আবদুল গফুর খান, মুহাম্মদ মাহাবুবুল আলম, মাওলানা ইমরান হাসান আলকাদেরী, মনোয়ার হোসেন মুন্না প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম এভিয়েশন ক্লাবের নির্বাচন
পরবর্তী নিবন্ধবিঞ্জ গালা নাইটে তারকাদের মিলনমেলা