বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে গতকাল নগরীর ধনিয়ালাপাড়া বায়তুশ কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত চারদিন ব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয় দিবসে সভাপতির বক্তব্যে রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী ম.জি.আ বলেন, পবিত্র মিলাদুন্নবী (সা.) মুসলিম মননে সহনশীলতা, হৃদ্যতা, সম্প্রীতি, পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধা সৃষ্টিতে নিয়ামক শক্তি হিসেবে কাজ করে। তিনি বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) বিশ্ব মানবতার জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ করুণা ও অনুগ্রহ। দ্বিতীয় দিবসে প্রধান অতিথির বক্তব্যে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, ধর্ম ও কর্মের সমন্বয়ে একজন মানুষকে খাঁটি মুমিন মুসলমান রূপে গড়ে তোলা, তরিকতের অনুসৃত পন্থায় মানবীয় গুণাবলী অর্জনের মাধ্যমে আধ্যাত্মিক ও নৈতিক বলে বলিয়ান করা-ই বায়তুশ শরফের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী প্রধান অতিথি সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীকে বায়তুশ শরফের পক্ষ হতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মুহাম্মদ ইদ্রিস মিয়া, রাশেদুল আলম খোরশেদ, মাওলানা মামুনুর রশীদ নুরী, হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, হারুন শেঠ, মুহাম্মদ নুরুল ইসলাম, মুহাম্মদ জাহাঙ্গীর আলম। দ্বিতীয় দিবসের অনুষ্ঠান পরিচালনা করেন কাজী মাওলানা শিহাব উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।