ফটিকছড়ির আল হাসানাইন মডেল মাদ্রাসায় শনিবার সকালে পবিত্র আহলে বায়তে রাসুল (দ.) এর স্মরণে শাহাদাতে কারবালা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ শাহরিয়াদ ছিদ্দিকী। ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী ও অর্থ সচিব এন আলম আজাদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন শৈলকোপা কমরআলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. নুরুল আমিন।
প্রধান আলোচক ছিলেন ফটিকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন চৌধুরী। বিশেষ আলোচক ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মো. আসিফ উল্লাহ চৌধুরী। সভায় বক্তারা বলেন, মহানবীর ত্যাগের দর্শন অনুসরণ করলে বিশ্বে শান্তি ফিরে আসবে। সত্যিকার মুমিন হতে হলে রাসূলকে (দ.) ভালোবাসতে হবে। তাঁর আদর্শকে গ্রহণ করতে হবে। সভায় বিশেষ অতিথি ছিলেন মতিউর রহমান শিকদার, অ্যাডভোকেট আবছার উদ্দিন হেলাল, বিএসআরএম প্রশাসনিক কর্মকর্তা মাওলানা তাজুল ইসলাম, ডা. মো. মহিউদ্দিন, মাওলানা মো. সৈয়দুল হক, মো. হোসেন চৌধুরী, রুমানা আকতার উর্মি, মাওলানা বেলাল উদ্দিন, মাদ্রাসা পরিচালক মো. সেলিম আরমান, জানে আলম, মাস্টার জাহেদুল ইসলাম, অধ্যক্ষ শাহআলম কাদেরী, মাওলানা আবদুর সামাদ, মাওলানা জাহাঙ্গীর আলম, মো. আবদুর রাজ্জাক, মো. জাফর, ফারজানা ইভা, আফরিন সুলতানা প্রমুখ। সভায় মাদ্রাসা শিক্ষার্থীদের অর্ধ–বার্ষিকীর ফলাফল ঘোষণা এবং পরিচালকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।