মহানবীর জীবনাদর্শ অনুসরণে পরিবার ও সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব

বরকল ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে বক্তারা

| রবিবার , ২৫ জানুয়ারি, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

চন্দনাইশ উত্তর বরকল উদয়ন তালুকদার বাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর আয়োজনে মুরব্বীদের ইছালে সাওয়াব উপলক্ষে ঈদে মিলাদুন্নবী (দরূদ) মাহফিল ২২ জানুয়ারি মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটির সভাপতি মুহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে মাহফিলে প্রধান আলোচক ছিলেন অধ্যক্ষ মুফতি আহমদ হোসাইন আলকাদেরী (মা:জি:)। আলোচনায় অংশগ্রহণ করেন মাওলানা ক্বারী মুহাম্মদ ফেরদৌসুল আলম খান আলকাদেরী, জিএম শাহাদত হোসাইন মানিক, মাওলানা মুহাম্মদ আলী আকবর খান আলকাদেরী। মাহফিলে বক্তারা বলেন, প্রিয় নবী (দরূদ) ছিলেন মানবতার সর্বশ্রেষ্ঠ আদর্শ। তাঁর জীবনাদর্শ অনুসরণ করলেই ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। মুহাম্মদ খোকন উদ্দীন, মুহাম্মদ ফরহাদ হোসেন ও মুহাম্মদ কুতুব উদ্দীনের পরিচালনায় অতিথিছিলেনমুহাম্মদ সাইফুদ্দীন খান মেম্বার, মুহাম্মদ হাবিবুর রহমান, মুহাম্মদ ফেরদৌস ইসলাম, জিএম জাহেদুল আলম, মুহাম্মদ দিদারুল আলম, মুহাম্মদ ইদ্রিস, মুহাম্মদ পেচু মিয়া, মুহাম্মদ নুরুল আলম, মুহাম্মদ দানু মিয়া, মুহাম্মদ জমির হোসেন, মুহাম্মদ আমির হোসেন, মুহাম্মদ সাইফুদ্দিন সওদাগর, মুহাম্মদ কাইসার, মুহাম্মদ ইউনুস, মুহাম্মদ টিপু সোলতান, মুহাম্মদ আনিস, হাফেজ মুহাম্মদ আজাদ, মুহাম্মদ শরফুদ্দীন, মুহাম্মদ ফখরুদ্দীন রিজভী, মুহাম্মদ বেলাল, মুহাম্মদ সোহেল, মুহাম্মদ ইসমাইল, মুহাম্মদ জসিম প্রমুখ। মাহফিল শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় নবগঠিত গাউছিয়া কমিটির অভিষেক
পরবর্তী নিবন্ধগুম-খুনের অবসান ঘটাতে ব্যালট বিপ্লবই একমাত্র কার্যকর পথ