চট্টগ্রাম লেডিস ক্লাব : চট্টগ্রাম লেডিস ক্লাবের উদ্যোগে গত বুধবার যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়। এ উপলক্ষে ক্লাব মিলনায়তনে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ক্লাব সভানেত্রী খালেদা আউয়াল। ক্লাব সম্পাদিকা বোরহানা কবিরের সঞ্চালনায় মিলাদ মাহফিল পরিচালনা করেন সদস্যা রেহেনা আকতার করিম। মাহফিলে প্রিয় নবী হজরত মুহাম্মদ মোস্তফা (সা.)’র উপর দরুদ ও সালাম পেশ করেন ক্লাব উপদেষ্টা ড. জয়নাব বেগম, সেরীনা তাহের, সাবেক সভানেত্রী জিনাত আজম, সহ সভানেত্রী পারভিন জালাল, সাবিহা মুসা, পারভিন চৌধুরী, সহ সম্পাদিকা আক্তার বানু ফ্যান্সী, কোষাধ্যক্ষা সৈয়দা শামীম কাদের সুরমা, সহ কোষাধ্যক্ষা ডা. হাফসা সালেহ, সাংগঠনিক সম্পাদিকা রোকেয়া আকতার বারী, সহ সাংগঠনিক সম্পাদিকা রুহি মোস্তফা, অতিথি সাহেলা মাহমুদ, সদস্যা রওশন আরা ইউসুফ, মেহের আফরোজ হাসিনা, নাজনীন আরা, মরিয়ম বেগম মিনা, মুনিরা হুসনা, মাইনু নিজাম, রিজিয়া আকবর খোন্দকার, খালেদা আক্তার চৌধুরী, ফেরদৌসী আরা বেগম, রওশন আক্তার, মর্জিনা আখতার, ডা. আরীফা চৌধুরী, নাছিমা শওকত, রোকেয়া চৌধুরী, হাজেরা আলম মুন্নী, লায়লা ইব্রাহিম বানু, রোকেয়া আহমেদ প্রমুখ। মিলাদ মাহফিলে আলোচকরা বলেন, প্রিয় নবীর (সা.) শুভাগমন কেবল মুসলিম জাতির জন্য নয়। তিনি হচ্ছেন জগতের সমগ্র মানুষের জন্য আল্লাহর নিয়ামত ও অনুগ্রহস্বরূপ। তাঁর দুনিয়ায় শুভাগমনে সমগ্র সৃষ্টি জগৎ ধন্য ও আলোকিত হয়েছে। নবীজি’র চরিত্র ও আদর্শেই নিহিত ইহকাল ও পরকালের মুক্তি।
পতেঙ্গা চৌধুরীপাড়া ইবাদত খানা ও ফোরকানিয়া মাদরাসা : পতেঙ্গা চৌধুরীপাড়াস্থ রাজার পুকুর পাড় এবাদত খানা ও ফোরকানিয়া মাদরাসায় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল গত ১৩ অক্টোবর বাদে এশা সম্পন্ন হয়েছে। মুহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন হযরত ওসমান গনি জুন্নুরাইন (রা.) জামে মসজিদের খতিব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মুহাম্মদ মনিরুল হাছান কাদরী। তকরির পেশ করেন মাওলানা জসিম উদ্দিন নোমানী ও হাফেজ মাওলানা গিয়াস উদ্দিন। মাহফিলে উপস্থিত ছিলেন ফোরকানিয়া মাদরাসা পরিচালনা পরিষদের সহ-সভাপতি মুহাম্মদ আবু বকর, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু তালেব, অর্থ সম্পাদক হাজী মোহাম্মদ ইলিয়াস সওদাগর, সহ-সাধারণ সম্পাদক মো. শওকতউদ্দীন জুয়েল, মো. সাজ্জাদ উদ্দীন রুবেল, মো. সাঈদ আনোয়ার আকিব। প্রধান অতিথি মাওলানা মনিরুল হাছান কাদেরী বলেন, আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদের জন্য যতগুলো নেয়ামত দিয়েছেন তন্মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামত হল আল কোরআন এবং প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আগ্রাবাদ পানওয়ালা পাড়া বড় মসজিদ : আগ্রাবাদ পানওয়ালা পাড়া বড় মসজিদের মোতোয়াল্লী কবির আহমদের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) মাহফিল গতকাল বাদে মাগরিব বড় মসজিদে অনুষ্ঠিত হয়। পানওয়ালা পাড়া বড় মসজিদের পেশ ইমাম মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বায়তুশ শরফের পীর আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী। প্রধান বক্তা ছিলেন মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব আল্লামা মামুনুর রশীদ নূরী, বিশেষ অতিথি ছিলেন গহিরা জামেউল উলুম সুন্নিয়া মাদরাসার আরবী প্রভাষক ও অত্র মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন তাহেরী নকশাবন্দী, বুলবুলে বায়তুশ শরফ কাজী মাওলানা শিহাব উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা হাফেজ আবুল কালাম, মাওলানা মুহাম্মদ মুছা, মাওলানা আহমদ ছফা প্রমুখ।
বায়েজীদ বোস্তামী (রহ.) দরগাহ : হযরত সুলতান বায়েজীদ বোস্তামী (রহ.) দরগাহ্ মসজিদে আন্জুমানে আশেকানে মোস্তফা (দ.) বাংলাদেশ ও আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদের যৌথ ব্যবস্থাপনায় ঈদে মীলাদুন্নবী (দ.) উপলক্ষে আল্লামা শাহ্সূফী কাযী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমীর (রহ.) প্রতিষ্ঠিত সুন্নী সমাবেশের সমাপনী দিবস সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আল্ আমীন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন ও সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা শাহসূফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মু.জি.আ)। শাহ্জাদা কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামিক বক্তা হাফেজ ক্বারী সাখাওয়াত হোসাইন বারকাতী (মু.জি.আ)। বিশেষ অতিথি ছিলেন শাহজাদা কাযী মুহাম্মদ আশিকুর রহমান হাশেমী। প্রধান আলোচক ছিলেন আল্লামা কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী (মু.জি.আ)। বিশেষ আলোচক ছিলেন আল্লামা আবুল কালাম আল কাদেরী। উপস্থিত ছিলেন মাওলানা হাফেজ শিব্বির আহমেদ ওসমানী, শাহজাদা কাযী মুহাম্মদ সফিরুর রহমান হাশেমী, মাওলানা মুহাম্মদ আব্দুল কাদেরী, মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম আলকাদেরী, মাওলানা মুহাম্মদ জাফর আলম সহ আরো বহু ওলামায়ে কেরাম।
আইইবি, চট্টগ্রাম কেন্দ্র : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে ১৩ অক্টোবর কেন্দ্রের সেমিনার কক্ষে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল হামদ, না’ত, ক্বেরাত এবং রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেনের সভাপতিত্বে এবং সম্পাদক প্রকৌশলী এস এম শহিদুল আলমের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম লালখান বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ সোহাইল উদ্দিন জেহাদী। এছাড়া পিডিবির (বিতরণ, দক্ষিণাঞ্চল) এর প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ রেজাউল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মাঝে কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) প্রকৌশলী দেওয়ান সামিনা বানু, কেন্দ্রের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হারুন, প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী, প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, প্রাক্তন ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী এ এস এম নাসিরুদ্দিন চৌধুরী, প্রকৌশলী এম. এ. রশীদ, প্রকৌশলী উদয় শেখর দত্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হামদ, না’ত ও ক্বেরাত এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ী প্রকৌশলী সন্তান আহনাফ আব্দুল্লাহ, এস এম রাশেদুজ্জামান, হাকিব আল হাসান, মোছাম্মৎ নাইদ জাইয়ান, আহমদ আবদুল্লাহ, সাকিব আল হাসান, মোহাম্মদ মাহির দাইয়ান, আহমদ আব্দুল্লাহ খান, তাহসিন সাদেক চৌধুরী।
রাঙ্গুনিয়া অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, চট্টগ্রাম জেলা অটোরিকশা অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন (২০১৫) এর আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল রাঙ্গুনিয়ার রোয়াজারহাট পারুয়া সিএনজি স্টেশন চত্বরে মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা বদিউল খায়ের লিটন চৌধুরী। ধর্মীয় আলোচক ছিলেন শায়েখ আল্লামা আবদুল মোস্তফা রহিম আল আযহারী, মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম আল হোসাইনী, হাফেজ আজিজুল হক আল কাদেরী, হাফেজ মাওলানা মুহাম্মদ আলমগীর। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ রাসেল চৌধুরী, সভাপতি নুরুল আজিম মনু ও সাধারণ সম্পাদক জফুর আলম প্রমুখ। মাহফিলে বক্তারা বলেন- নবীজী’র (সাঃ) আগমনে অন্ধকারাচ্ছন্ন বিশ্ব আলোকিত হয়েছিল।
আন নূর তাহফিজুল কুরআন মডেল মাদরাসা : নগরীর পলিটেকনিক্যাল রূপসী হাউজিং সোসাইটিতে আন্ নূর তাহফিজুল কুরআন মডেল মাদরাসা পরিচালনা পরিষদের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন ও হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের দস্তারবন্দী উপলক্ষে মিলাদ মাহফিল ১২ অক্টোবর অনুষ্ঠিত হয়। রূপসী হাউজিং সোসাইটির সেμেটারী দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার শায়খুল হাদিস আল্লামা হাফেজ মুহাম্মদ সোলায়মান আনসারী। প্রধান বক্তা ছিলেন আনজুমান রিসার্চ সেন্টারের পরিচালক, লেখক ও গবেষক মাওলানা মুহাম্মদ আবুল হাশেম ক্বাদেরী। এ বছর তিনজন ছাত্র হাফেজ মুহাম্মদ শহিদুল ইসলাম রিফাত, হাফেজ মুহাম্মদ রিদুয়ান হোসাইন, হাফেজ মুহাম্মদ আতিকুর রহমান আতিক পরিপূর্ণ হিফজ সমাপ্ত করে। অনুষ্ঠানে অতিথিগণ তাদের দস্তারবন্দী দেওয়া হয়। এতে আরো উপস্থিত ছিলেন- হাফেজ মাওলানা মুহাম্মদ আবদুল ক্বাদের, হাফেজ ক্বারী মুহাম্মদ রাসেল, হাফেজ ক্বারী মুহাম্মদ জুলফিকার আলী প্রমুখ। খতমে কুরআন, সালাত সালাম, মিলাদ কিয়াম ও দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।












