মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

মহেশখালী প্রতিনিধি | রবিবার , ২৬ অক্টোবর, ২০২৫ at ১০:৫০ পূর্বাহ্ণ

মহেশখালীতে হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে তিন হিন্দু যুবকের বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। ইতোমধ্যে দুই অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনায় হেফাজতে ইসলাম বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে মামলা করেছে থানায়। গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ফেসবুকে একটি পোস্টে নবীজিকে নিয়ে আপত্তিকর মন্তব্য প্রকাশের পর মহেশখালীজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। রাতেই বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয় এবং শুক্রবার জুমার নামাজের পরও বিক্ষোভ অব্যাহত থাকে।

ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মহেশখালী উপজেলা প্রশাসন ও পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থান নেয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. হেদায়েত উল্লাহ রাতেই এক বার্তায় জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আটক দুই যুবক হলেনউপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা গ্রামের মৃদুল কান্তি দের পুত্র অসীম দে এবং মহেশখালী পৌরসভার বিজয়রাম সরদারপাড়া এলাকার রাখাল দের পুত্র উত্তম কুমার দে। তাদেরকে ঠাকুরতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। একই গ্রামের কালীপদ দের পুত্র বিপ্লব দেকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উত্তম মহেশখালী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং অসীম ও বিপ্লব তার ঘনিষ্ঠ বন্ধু বলে জানা গেছে। এ তিনজনের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে শুক্রবার সকাল থেকেই বিভিন্ন এলাকায় মাইকিংয়ের মাধ্যমে বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। এরইমধ্যে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. হেদায়েত উল্লাহ ও মহেশখালী উপজেলা হেফাজতে ইসলামের পক্ষ থেকে সভাপতি মাওলানা জামালুল আনোয়ার ভিডিও বার্তা প্রচার করে সর্বসাধারণকে শান্ত থাকার আহ্বান জানান। তবে প্রশাসনের অনুরোধ উপেক্ষা করে বাদ জুমা মহেশখালীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঞ্জুরুল হক জানান, অভিযুক্তদের মধ্যে দুইজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ টহল জোরদার করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় হেফাজতে ইসলাম নেতা মোকাররম বাদী হয়ে ৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্ত করছেন মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সেলিম।

পূর্ববর্তী নিবন্ধসার্ক মানবাধিকার ফাউন্ডেশনের চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধঘরে ৩ বস্তা টাকা জমানো সেই ভিখারি মারা গেছেন