মহানগর ১৪ দলের সমাবেশ আজ

প্রস্তুতি সভা

| বুধবার , ৩১ মে, ২০২৩ at ৫:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমাবেশ আজ জেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দারুল ফজল মাকের্টস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে ১৪ দলের এক প্রস্তুতি সভা আয়োজন করা হয়।

সভায় সুজন বলেন, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র চেতনাই হচ্ছে ১৪ দলের মূল ভিত্তি। আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় আরো অনেক পথ পাড়ি দিতে হবে। বিশেষ করে বিএনপি জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে আবারো মাঠে নামবে ১৪ দল। তাই দেশের শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়ন ধারাবাহিকতা বানচালে দেশী বিদেশী ষড়যন্ত্রের প্রতিবাদে আগামীকালের (আজ) গণসমাবেশ সফল করার কোন বিকল্প নেই।

ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক শরীফ চৌহানের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অভীক ওসমান, জসীম উদ্দিন ভূঁইয়া, নজরুল ইসলাম আশরাফী, জসিমুদ্দীন বাবুল, ফয়েজ উল্লাহ মজুমদার, খোরশেদ আলম, ডা. মো. বেলাল মৃধা, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, মসিউর রহমান চৌধুরী প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজী মোহাম্মদ আলমগীর কবীর, অ্যাডভোকেট আবু হানিফ, মনসুর মাসুদ, মো. আল আমিন, মো. মিজানুর রহমান প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্যারিসে ইউনেস্কো সম্মেলনে বাংলাদেশের শফি ও রেশমা
পরবর্তী নিবন্ধটানা দ্বিতীয় দিন একশর বেশি কোভিড রোগী শনাক্ত