বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম আগমনকে স্বাগত জানিয়ে নগরীতে আনন্দ মিছিল বের করেছে মহানগর স্বেচ্ছাসেবক দলের একাংশ। গত ২৩ জানুয়ারি আলী মর্তুজা খানের নেতৃত্বে মিছিলটি নগরীর বিআরটিসি বাস টার্মিনাল শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। আনন্দ মিছিলে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্নস্তরের নেতাকর্মীরা অংশ নেন। এতে উপস্থিত ছিলেন হারুনুর রশিদ, আলমগীর, আব্দুল মান্নান, নুহুগাজী সেলিম, জহির আহমেদ, মোহাম্মদ মিজান, আরাফাত, দুলাল, শামীম, আনোয়ার আবেদিন মুন্না, মোহাম্মদ শহিদ, আবু সালেহ আবিদ, মোহাম্মদ জাহাঙ্গীর, আলী হাসান খান, আলী আক্কাস খান, আনিসুল ইসলাম রুবেল, মোহাম্মদ রাজু, মোহাম্মদ আসিফ, সানাউল্লাহ সানি, অনিক, মো. রনি প্রমুখ। তারা এই আগমনকে ঘিরে যেকোনো কর্মসূচি সফল করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।









