মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সাজ্জাদ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ at ১১:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. সাজ্জাদ হোসেন খাঁনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ৯ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মো. সাজ্জাদ খাঁন-কে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়। এমনকি দলের নেতাকর্মীদের তার সাথে কোনো প্রকার যোগাযোগ না রাখারও নির্দেশ দেয়া হয়।

এদিকে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা পত্রে বলা হয়, বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করা হলো। এর ফলে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোন বিধিনিষেধ রইলো না। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

সাজ্জাদ হোসেন খাঁন আজাদীকে বলেন, বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের কঠিন সময়গুলোকে মোকাবেলা করে একটি বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার স্বপ্নদেষ্টা তারেক রহমানের হাতকে ঐক্যবদ্ধভাবে শক্তিশালী করতে কাজ করব।

পূর্ববর্তী নিবন্ধশিনজো আবেকে হত্যায় খুনির আমৃত্যু কারাদণ্ড