মহানগর স্বেচ্ছাসেবক দলের ১৯ নেতাকে শোকজ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৫ আগস্ট, ২০২৫ at ৬:৪২ পূর্বাহ্ণ

কেন্দ্রীয় সভাপতির উপস্থিতিতে অনুষ্ঠিত একটি মতবিনিময় সভায় উপস্থিত না থাকায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ১৯ নেতাকে শোকজ করা হয়েছে। গত রোববার দিবাগত রাতে এ শোকজ করা হয়। এতে কেন তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না তা ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়। বিষয়টি নিশ্চিত করে নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এম আবু বক্কর রাজু আজাদীকে বলেন, রোববার নগরের মুরাদপুর এলজিইডি ভবন অডিটোরিয়ামে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। সভায় যারা উপস্থিত ছিলেন না তাদের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি এস এম জিলানীর নির্দেশে নগরের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ কারণ দর্শানো নোটিশ দেয়ার সিদ্ধান্ত দেন।

যাদের শোকজ করা হয়েছে তারা হচ্ছেনচট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম টম, ওয়াকিল হোসেন (বগা), সদস্য সৈয়দ মো. মফিজ উদ্দিন সুমন, নোমান সিকদার সোহাগ, মো. ইস্কান্দার (বন্দর), মো. ইস্কান্দার (পাহাড়তলী), মাসুম সরকার, মো. সাজ্জাদ খাঁন, মুরাদ আলম, খোরশেদ আলম টিটু, পতেঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইউসুফ সুমন, খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান আলম, সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াসির আরাফাত, খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিল্লাল হোসেন বাবু, পতেঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার আলম কাইসার, ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল আলম, খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির হোসেন ইমন ও পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান নান্টু।

কারণ দর্শানো নোটিশে বলা হয়, রোববার চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর নেতৃত্বে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত টিমের উপস্থিতিতে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মহানগর স্বেচ্ছাসেবক দলের দায়িত্বশীল পদে আসীন থেকেও অতি গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত না হওয়ায় দায়িত্ব অবহেলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা ৭২ ঘন্টার মধ্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর একটি লিখিত ব্যাখ্যা স্বশরীরে উপস্থিত হয়ে জমাদান ও উপস্থাপনের নির্দেশ দেয়া হলো।

পূর্ববর্তী নিবন্ধতিন ভাইসহ ৫ জনের মৃত্যুদণ্ড
পরবর্তী নিবন্ধসন্ত্রাসবিরোধী আইনের মামলায় মুফতি ইজহারুলসহ ৮ জন খালাস