মহানগর সর্বজনীন বৌদ্ধ বিহারের অনুষ্ঠান

| রবিবার , ১১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৫১ পূর্বাহ্ণ

মহানগর সার্বজনীন বৌদ্ধ বিহারের উদ্যোগে গতকাল শনিবার নগরীর প্রিয়া কমিউনিটি সেন্টারে বর্ষসাটিকা উপসথিক সংঘদান ও উকক্টঠ্‌ পঞ্‌ঞা থের’র একক সদ্ধর্ম দেশনা বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথেরর সভাপতিত্বে ও প্রকৌশলী টিটু বড়ুয়ার পরিচালনায় অষ্ট-উপকরণ দান ও সংঘদান অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে মঙ্গলাচরণের মাধ্যমে বর্ষাসাটিকা উপসথিক সংঘদান অনুষ্ঠিত হয়। ২য় পর্বে সদ্ধর্ম দেশনা উকক্টঠ্‌ পঞ্‌ঞা থের’র একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মিথুন রশ্মি বড়ুয়া। ধর্মালোচক ছিলেন মহানগর সর্বজনীন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ বজিরানন্দ মহাথের, কাতালগঞ্জ নবপণ্ডিত বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ অধ্যাপক উপানন্দ মহাথের। শুভেচ্ছা বক্তব্য দেন, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া, কমলেন্দু বিকাশ বড়ুয়া, ত্রিদীপ কুমার বড়ুয়া, অলক বড়ুয়া বিটু, ভিপি উত্তম কুমার বড়ুয়া, প্রণব রাজ বড়ুয়া, অসিম কুমার বড়ুয়া, প্রকৌশলী পলাশ বড়ুয়া, প্রসেনজিৎ বড়ুয়া, সুজন বড়ুয়া, শুভ্র মনিয়াম বড়ুয়া, রূপম বড়ুয়া, আশীষ বড়ুয়া জুয়েল, গীতা বড়ুয়া প্রমুখ। পঞ্চশীল প্রার্থনা করেন স্বদেশ কুসুম চৌধুরী। অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের বলেন, মহাকারুণিক তথাগত গৌতম বুদ্ধের ত্যাগের মহিমায় সকলকে মহিমান্বিত করে, বুদ্ধের নীতি- ‘অহিংসা পরম ধর্ম’ এই সত্যের আলোকে সবার জীবন আলোকিত হোক। অশান্ত বিশ্বে শান্তি বিরাজ করুক। আগামী ২২ অক্টোবর চট্টগ্রাম মহানগর সর্বজনীন বৌদ্ধ বিহারের উদ্যোগে নগরীর জেএমসেন হল প্রাঙ্গণে দানোত্তম কঠিন চীবরদান অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওয়েল স্টুডিও নিয়ে এল মিষ্টি খাবারে শৈল্পিকতা ও আধুনিকতা
পরবর্তী নিবন্ধজেলা আইনজীবী সমিতি ও এপিক হেলথ কেয়ারের সেবা চুক্তি