মহানগর লায়ন্স ক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান

| রবিবার , ৭ আগস্ট, ২০২২ at ৮:০৬ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগং মহানগরের ২০২২-২৩ সেবা বর্ষের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান গত ৩ আগস্ট চট্টগ্রাম সিনিয়ার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। দুই পর্বের এই অনুষ্ঠানে প্রথম পর্ব বিগত বছরের প্রেসিডেন্ট লায়ন অঞ্জন শেখর দাশ সিআইপির সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন মশিউর রহমান চৌধুরী মাহীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সেক্রেটারী রিপোর্ট ও ট্রেজারার রিপোর্ট উপস্থাপন ও প্রেসিডেন্ট-সেক্রেটারীর বিদায়ী বক্তব্যের পর নতুন সভাপতির নিকট গংগেবল হস্তান্তরের মধ্য দিয়ে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়। দ্বিতীয় পর্বের অনুষ্ঠান ২০২২-২৩ সেবাবর্ষের প্রেসিডেন্ট লায়ন পরেশ কুমার চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন মো. অহিদুল ইসলাম সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্লাবের নতুন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের সেক্রেটারী ও ডিস্ট্রিক্ট গভর্নর এডভাইজার লায়ন ডা. দেবাশীষ দত্ত।
বিশেষ অতিথি ছিলেন রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়ার্টার লায়ন অশেষ কুমার উকিল, ক্লাবের সিনিয়র লায়ন লিডারদের মধ্যে উপস্থিত লায়ন ডা. শ্যামল বৈদ্য, লায়ন উত্তম কুমার দাশ, লায়ন পরিমল কান্তি দাশ, লায়ন রতন কুমার শীল, লায়ন ডা. বিদ্যুৎ বিশ্বাস, লায়ন ইঞ্জিনিয়ার অজয় শংকর পারিয়াল, লায়ন অ্যাডভোকেট সঞ্জিবন চন্দ্র সরকার, লায়ন ইঞ্জিনিয়ার বিপ্লব দাশ, লায়ন ইঞ্জিনিয়ার দিবাকর সেনগুপ্ত, বিদায়ী ক্লাব ট্রেজারার লায়ন লিটন দে এবং নতুন দায়িত্বপ্রাপ্ত ক্লাব ট্রেজারার লায়ন শিমুল নন্দী। উপস্থিত ছিলেন লায়ন ইঞ্জিনিয়ার নানুপ্রিয় চৌধুরী, লায়ন শ্যামল কুমার ধর, লায়ন প্রভাস চন্দ্র সাহা, লায়ন অমিত কুমার হোড়, লায়ন কামরুল হুদা চৌধুরী, লায়ন ফজলে এলাহী টিপু, লায়ন প্রদীপ হোড়, লায়ন পার্থ ভট্টাচার্য, লায়ন উত্তম কুমার বড়ুয়া প্রমুখ। প্রধান অতিথি বিগত বছরের ক্লাব কেবিনেটের প্রশংসা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদলিল লেখকদের কল্যাণে আবুল কাশেম আজাদের অবদান অপরিসীম
পরবর্তী নিবন্ধবাংলাবাজারে বজ্রপাতে নির্মাণ শ্রমিকের মৃত্যু