মহানগর যুবলীগের সম্মেলন উপলক্ষে মিছিল ও সমাবেশ

| রবিবার , ২৯ মে, ২০২২ at ৮:৫০ পূর্বাহ্ণ

 

পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড যুবলীগ : মহানগর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড যুবলীগের উদ্যোগে বাইক শোভা যাত্রা ও র‌্যালি মো. মাসুদুল ইসলাম মাসুদের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। আসন্ন সম্মেলনে সভাপতি পদপ্রত্যাশী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিমের প্রচারণার অংশ হিসেবে উক্ত র‌্যালিটি এলাকায় গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন সুমন দাশ গুপ্ত, পারভেজ, হরি গোপাল,ইকবাল, মামুন,জুনায়েদ, সিদ্দিক,রুবেল,মুন্না, মো. সাজ্জাদ, তৌসিফ প্রমুখ।

চান্দগাঁও : মহানগর যুবলীগের সম্মেলন উপলক্ষে গতকাল বহদ্দারহাট এলাকায় কে এম শহীদুল কাওসারের নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বহদ্দারহাট, চান্দগাঁও, পূর্ব ষোলশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক কিলোমিটার মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মিনহাজুল আবদীন সায়েম। উপস্থিত ছিলেন আসাদুল্লাহ খান মাসুদ, কাবেদুর রহমান কচি, এ জেড এম খসরু, মো. সায়েম চৌধুরী, শামসুল হুদা সুমন, ফয়সাল বাপ্পী, হেমায়তুল ইসলাম মুন্না, দিদারুল আলম, মো. সুমন, তুষার সম্পদ, এ কে খান, রিদুয়ানুল ইসলাম, আবু সাঈদ, মোহাইমিনুল ইসলাম শুভ, এম এন মাহমুদ।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মশালা
পরবর্তী নিবন্ধঅধিকার প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্র্মীরা প্রস্তুত