যুবলীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘শোক থেকে শক্তি–শক্তি থেকে জাগরণ’ শীর্ষক সমাবেশ চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি মাহাবুবুল হক সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদারের পরিচালনায় গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি, মহানগর যুবলীগের সাবেক আহবায়ক মো. মহিউদ্দিন বাচ্চু এমপি, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল হক চৌধুরী রাসেল, মহানগর যুবলীগের সাবেক যুগ্ম–আহবায়ক দেলোয়ার হোসেন খোকা, দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, উত্তর জেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান। সমাবেশে আরও বক্তব্য রাখেন নগর যুবলীগের সহ–সভাপতি নুরুল আনোয়ার, বেলায়েত হোসেন বেলাল, এড. আরশাদ হোসেন আসাদ, আঞ্জুমান আরা, হেলাল উদ্দিন, দেবাশীষ পাল দেবু, আসহাব রসুল জাহেদ, মো. ওয়াশিম উদ্দিন চৌধুরী, সাখাওয়াত হোসেন সাকু, দিদারুল আলম দিদার, ইশতিয়াক আহমেদ চৌধুরী সাদিত, সাইফুদ্দিন আহমেদ, দিদার উর রহমান তুষার, আবু মোহাম্মদ মহিউদ্দিন, সুমন চৌধুরী, মনোয়ারুল আলম চৌধুরী নোবেল। সভায় উপস্থিত ছিলেন সৈয়দ ওমর ফারুক, মান্না বিশ্বাস, এড. আখতারুজ্জামান রুমেল, হেলাল উদ্দিন আহমেদ, প্রফেসর. রেজাউল করিম, নঈম উদ্দিন খান, রাজীব হাসান রাজন, মো. আলমগীর টিপু, ডা. মো. শরীফুল ইসলাম আদনান, শাহজাহান সামি, ফেরদৌস আহমেদ, ইব্রাহিম খলিল নিপু, মোহাম্মদ ওয়াসিম, খন্দকার মোখতার আহমেদ আরিফ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে তোলার যে স্বপ্ন দেখেছিলেন তা সফল করে তুলতে পারলে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো সার্থক হবে। প্রধান বক্তার বক্তব্যে আ জ ম নাছির উদ্দীন বলেন, বঙ্গবন্ধু শুধু একটি দেশই উপহার দেননি; তিনি সদ্য স্বাধীন একটি রাষ্ট্রের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কাঠামো কেমন হবে তারও একটি যুগোপযোগী রূপরেখা প্রণয়ন করেছিলেন।












