চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মো. সাহেদসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল চট্টগ্রাম মহানগর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ নাসিমন ভবন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ–সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ. এম রাশেদ খানের পরিচালনায় প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, মহানগর যুবদলের সহ–সভাপতি এম এ রাজ্জাক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ–সভাপতি আসাদুজ্জামান দিদার, শহীদুল্লাহ বাহার, যুবদলের সহ–সভাপতি নাসির উদ্দিন চৌধুরী নাসিম, অরূপ বড়ুয়া, সিরাজ উদ্দিন, মঈনুদ্দিন রাশেদ, হারুনুর রশিদ, জিয়াউর রহমান জিয়া, রাশেদুল হাসান লেবু, এরশাদ হোসেন, আব্দুল হামিদ পিন্টু, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, সিরাজুল ইসলাম ভূইয়া, এমদাদুল হক বাদশা, গোলাম সরোয়ার, এম. আবু বক্কর রাজু, হেলাল হোসেন, রাজন খাঁন, আসাদুর রহমান টিপু, জাফর আহমেদ খোকন, আকতার হোসেন, সাজ্জাদ হোসেন, দিদার হোসেন, নুর হোসেন উজ্জ্বল, জিল্লুর রহমান জুয়েল, মুহাম্মাদ সাগির, আসাদুজ্জামান রুবেল, মহিউদ্দিন মুকুল, আলাউদ্দিন, জিয়াউল হক মিন্টু, শাহেদুল ইসলাম শাহেদ, মাহবুবুর রহমান, মেজবাহ উদ্দিন মিন্টু, মোঃ সালাউদ্দিন, মোঃ ইদ্রিস, মোঃ ইদ্রিস আলম, হোসেন উজ জামান, হাফেজ কামাল উদ্দিন, গুলজার হোসেন মিন্টু, আজিজ চৌধুরী, নাছির উদ্দিন, মিজানুর রহমান সাইফুল, রবিউল ইসলাম, আকবর হোসেন মানিক, নুর আলম, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।