বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের সম্পত্তি ক্রোকের আদেশের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর যুবদল ও মহানগর ছাত্রদল পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
যুবদল : গতকাল শনিবার যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল কাজির দেউরী মোড় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজির দেউরী কাঁচা বাজারের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতির বক্তৃতায় মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের গণআন্দোলন করছে। বর্তমান সরকার আন্দোলনকে দমিয়ে রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন, এদেশের জনগণ এ আদেশ মানবে না। জনগণকে বিভ্রান্ত ও আন্দোলন দমন করতে নেতৃবৃন্দের বিরুদ্ধে আবারো চক্রান্ত শুরু করেছে সরকার। সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহেদ, সহসভাপতি নুর আহমেদ গুড্ডু, এম এ রাজ্জাক, ইকবাল হোসেন সংগ্রাম, ফজলুল হক সুমন, আব্দুল গফুর বাবুল, শাহাবুদ্দিন হাসান বাবু, মো. মুছা, মিয়া মো. হারুন, মজিবুর রহমান মুজিব, মো. আলী সাকি, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, হুমায়ুন কবির, এরশাদ উল্লাহ, মো. এরশাদ হোসেন, আব্দুল হামিদ পিন্টু, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, হেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, সহসাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপু, সাজ্জাদ হোসেন সাজু, রাসেল নিজাম প্রমুখ।
ছাত্রদলের বিক্ষোভ : তারেক রহমান ও জোবায়দা রহমানের সম্পত্তি বাজেয়াপ্ত করতে আদালতের আদেশের প্রতিবাদে গতকাল বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল। সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের নেতৃত্বে বিকাল তিনটায় চট্টগ্রাম ওয়াসা মোড় থেকে মিছিল শুরু হয়ে সমাদর ক্লাবে গিয়ে শেষ হয়। বিক্ষোভ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃদ্বয় বলেন, আমরা ছাত্রদলের পক্ষ থেকে আদালতের এই আদেশ প্রত্যাখ্যান করছি। দেশের জনগণ অচিরেই ১০ দফা আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে সরকারের পতন করবে, ইনশআল্লাহ।