মহানগর যুবদলের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

আজাদী প্রতিবেদন | রবিবার , ৭ ডিসেম্বর, ২০২৫ at ৪:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর যুবদলের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারা করা হয়েছে। এরা হচ্ছেন সর্বশেষ বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল হামিদ পিন্টু ও সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। গতকাল শনিবার তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে কেন্দ্র।

এর আগে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে গত ১ ফেব্রুয়ারি পিন্টু এবং ১২ জুলাই বহিষ্কার করা হয় বাদশাকে। এদিকে গতকাল তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ইতোপূর্বে তাদের দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সিদ্ধান্ত কার্যকর করেছেন।

পূর্ববর্তী নিবন্ধরায়েরবাজার কবরস্থান থেকে ১১৪ অজ্ঞাত জুলাই শহীদের মরদেহ উত্তোলন শুরু আজ
পরবর্তী নিবন্ধযারা এতদিন নির্বাচন চেয়েছিল, তারা এখন ভিন্ন কথা বলছে