মহানগর মহিলা শ্রমিক লীগের র‌্যালি ও সভা

| শনিবার , ১২ মার্চ, ২০২২ at ১০:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর মহিলা শ্রমিক লীগের সভানেত্রী নাসরিন আকতার নাহিদার সভাপতিত্বে ৮ মার্চ নগরীর ঈদগাঁ কাঁচারাস্তা থেকে এক র‌্যালি শুরু হয়ে জামালখান প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। পরে শ্রমিক লীগের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, নারী শ্রমিকদের শোষণ নির্যাতন হয়রানি ও বৈষম্য দূর করার জন্য আজকের নারী দিবস। বক্তারা আরও বলেন, কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধ করতে হবে। নারী ও শিশু ধর্ষণ বন্ধ করতে হবে। লিঙ্গ বৈষম্য দূর করে কর্মক্ষেত্রে সমবেতন সমমজুরি দিতে হবে। সভায় বক্তব্য রাখেন, মহিলা শ্রমিকলীগের সহ সভাপতি নাজমিন আক্তার রুবি, জাহাছিয়ার নূর রুজি, মনোয়ারা বেগম লাকী, খালেদা নাসরিন, রোমা শীল, রুমানা বেগম, মনিরা বেগম, আমেনা বেগম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইংরেজি বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধটেকনাফে অপহৃত রোহিঙ্গা উদ্ধার গ্রেপ্তার ১