বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় চট্টগ্রাম মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদিকা ও বেসরকারি কারা পরিদর্শক কামরুন নাহার লিজার ব্যবস্থাপনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার আসরের নামাজের পর পশ্চিম মাদারবাড়ি ২৯নং ওয়ার্ডের হাবিব টাওয়ারে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা জেলী চৌধুরী।
মহিলা দল নেতৃবৃন্দের মধ্যে ছিলেন, সাবেক সহ সভাপতি আমেনা সুলতানা, সহ সভাপতি আসরাফি বিনতে মোতালেব এবং তাছলিমা বেগম, সাংগঠনিক সম্পাদক তাছলিমা আহমেদ লিমা এবং শামীমা নাসরিন, সহ সাংগঠনিক সম্পাদক ফারিহা ইয়াসমিন, সমাজ কল্যাণ সম্পাদিকা বিলকিস আরা মিতু, শিক্ষা বিষয়ক সম্পাদিকা আবিদা সুলতানা। এছাড়া থানা সভানেত্রীদের মধ্যে ছিলেন আকবর শাহ থানা সভানেত্রী জোহরা সেলিম, বায়েজিদ থানা সভানেত্রী মনোয়ারা হেনা, নুপুর এবং রোকেয়া।
অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সদস্য জয়নাল আবেদিন, নাছির উদ্দিন, জাহিদুল ইসলাম। ২৯নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইলিয়াছ মিয়া, শাহজাহান, মোস্তাফিজুর রহমান, শামীম রেজা এবং ইলিয়াছ রাশেদ। এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা নুর খান, ছাত্রদল নেতা ইউসুফ জুয়েল, স্বেচ্ছাসেবক দল নেতা ফয়েজ আহম্মদ বাপ্পী ও মো. হাসান, কৃষকদল নেতা মো জুয়েল, সাব্বির, এরশাদ সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠণের আরও অনেক নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












