শেখ হাসিনার সরকার, স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর এ প্রদিপাদ্যকে সামনে রেখে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের জয় নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পেইনার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ‘ রোড টু স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগানে উক্ত ক্যাম্পেইনার প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–৯ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি।
কর্মশালা উদ্বোধন করেন মহানগর মহিলা আ.লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন। বিশেষ বক্তা ছিলেন কাউন্সিলর নীলু নাগ। বক্তব্য রাখেন মমতাজ খান, মালেকা চৌধুরী, খুরশীদা বেগম, হুরে আরা বিউটি, হাসিনা আক্তার টুনু, শারমীন ফারুক, আয়েশা আলম, কাউন্সিলর তসলিমা নুরজাহান রুবি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।