চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম দুলালের স্ত্রী মোছাম্মৎ আনোয়ারা আলম গতকাল সোমবার সকাল ৯ টায় নগরীর জাকির হোসেন রোড়স্থ বাসভবনে ক্যান্সার জনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্বামী ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদে আসর পাহাড়তলি কলেজ মাঠে মরহুমার জানাজার নামাজ শেষে দক্ষিণ খুলশী মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে জাহাঙ্গীর আলম দুলালের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দীন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম রোজী কবির, গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, মাহবুবের রহমান শামীম, ডা. শাহাদাত হোসেন, আবুল হাশেম বক্কর, আবু সুফিয়ান, মোস্তাক আহমেদ খান। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।