মহানগর বিএনপির কালো ব্যাচ ধারণ ও মৌন মিছিল আজ

জুলাই শহীদদের স্মরণ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৮ জুলাই, ২০২৫ at ৬:৩৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলবিএনপি চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আজ শুক্রবার বিকেল ৩টায় ঐতিহাসিক জুলাইআগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক কালো ব্যাচ ধারণ ও মৌন মিছিল কর্মসূচির আয়োজন করা হয়েছে। নগরীর নসিমন ভবন চত্বরে কালো ব্যাচ ধারণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে এবং সেখান থেকে নিউমার্কেট পর্যন্ত মৌন মিছিল অনুষ্ঠিত হবে। এ কর্মসূচির মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং জাতির মর্যাদার প্রতীক এই আন্দোলনকে যথাযথভাবে স্মরণ করাই মূল উদ্দেশ্য।

মিছিলে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। কর্মসূচি সফল করতে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, ছাত্রদলের সাইফুল আলম ও শরিফুল ইসলাম তুহিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু এবং সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ মহানগরের বিভিন্ন ইউনিট, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে নিজ নিজ ব্যানারসহ মিছিলে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, জুলাইআগস্ট গণঅভ্যুত্থান এদেশের মানুষের আত্মত্যাগ, প্রতিবাদ ও মুক্তির সংগ্রামের প্রতীক। শহীদদের আত্মদান কেবল ইতিহাস নয়, তা হলো আমাদের চলার পথের চেতনা ও অনুপ্রেরণা।

তাদের আত্মত্যাগের মর্যাদা দিতেই বিএনপি ধারাবাহিকভাবে এই কর্মসূচি পালন করে যাচ্ছে। এই মৌন মিছিল ও কালো ব্যাচ ধারণের মাধ্যমে শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা ও প্রতিজ্ঞা আবারও নতুন করে উচ্চারিত হবে। নেতৃবৃন্দ বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল ইউনিটের প্রতি আহ্বান জানিয়েছেন সবাই যেন নির্ধারিত সময়ে, নির্দিষ্ট স্থান থেকে ব্যানারসহ মিছিলে যুক্ত হয়ে কর্মসূচি সফল করেন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
পরবর্তী নিবন্ধঅংশীজনদের সাথে এসিডির প্রকল্প আউটকাম শেয়ারিং সভা