মহানগর পূজা পরিষদের পুরস্কার বিতরণ

| বৃহস্পতিবার , ২৭ অক্টোবর, ২০২২ at ৫:৫৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ মহানগরের উদ্যোগে নগরীর জেএম সেন হলে শ্যামাপূজা উপলক্ষে তিনদিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের সমাপনী দিনে গতকাল ২৫ অক্টোবর বিজয়া পুনর্মিলনী ও স্বর্ণপদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি আশীষ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। বক্তব্য রাখেন সাধন ধর, বিমল কান্তি দে, অরবিন্দু পাল অরুন, অ্যাড. চন্দন কুমার তালুকদার, অর্পন কান্তি ব্যানার্জী, দীলিপ ঘোষ, দুলাল চন্দ্র দে, সুমন দেবনাথ, অরূপ রতন চক্রবর্তী, শ্রীপ্রকাশ দাশ অসিত, বিপ্লব কুমার চৌধুরী, মিহির কান্তি নাথ, রাজীব মিত্র, প্রতিমা মিত্র, মিথুন মল্লিক, অ্যাড. নিখিল কুমার নাথ, সজল দত্ত, অ্যাড. নটু চৌধুরী, বিপ্লব সেন, সুকান্ত মহাজন টুটুল, অঞ্জন দত্ত, অরুন রশ্মি দত্ত, রাজীব চৌধুরী মিল্টন, দীপংকর দেবনাথ, রাধা রাণী দেবী, প্রিয়তোষ ঘোষ রতন, রিপন রায় চৌধুরী, অ্যাড. রক্তিম বিশ্বাস, অ্যাড. রাজেশ বিশ্বাস, অসীম কুমার দে, রাজন দাশ, অসীম চন্দ বাপ্পী, বিশ্বজিত রায় চৌধুরী, অসিত বরণ বিশ্বাস, মৌসুমী চৌধুরী, অমিত ঘোষ, সবুজ দাশ প্রমুখ। অনুষ্ঠানে স্মরণিকা ‘শারদীয়া’র মোড়ক উন্মোচন করেন আ.জ.ম নাছির উদ্দীন। তিনদিনব্যাপী অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।স্বর্ণপদক প্রতিযোগিতায় বিজয়ীদের নিয়ে একক ও দলীয় সংগীত এবং নৃত্য পরিবেশিত হয়। এছাড়া গুণীজনদের শারদ সম্মাননা ও উত্তরীয় প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্নস্থানে এলডিপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পরবর্তী নিবন্ধবন্ড কমিশনারের সাথে বিজিএপিএমইএর মতবিনিময়