মহানগর পূজা উদযাপন পরিষদের নাটকের মহরত

| শনিবার , ৩০ আগস্ট, ২০২৫ at ৭:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বাংলাদেশ টেলিভিশনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মা দুর্গাকে নিয়ে ধর্মীয় নাটক ‘মহিষাসুর বধ’ এর মহরত অনুষ্ঠান গতকাল শুক্রবার নগরীর রহমতগঞ্জস্থ পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নাটকে অভিনয় করেন চট্টগ্রাম মহানগরের উপকমিটির সদস্যবৃন্দ। মহরত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী। প্রধান অতিথি ছিলেন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. নিখিল কুমার নাথ। আরো বক্তব্য রাখেন নাটকের পরিচালক দেবাশীষ চৌধুরী, অভিনেত্রী শিপ্রা চৌধুরী, অনিল চক্রবর্তী। অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিষদের সিনিয়র সদস্য চন্দন দাশ। এসময় আরো উপস্থিত ছিলেন পরিষদের সহদপ্তর সম্পাদক রিপন রায় চৌধুরী, অয়ন ধর, গৌতম পাল, কাঞ্চন দাশ, সাধন দেব, বিপ্লব রক্ষিত, উৎপল কুমার চক্রবর্তী, পান্না দাশ, পূজা মল্লিক, ওসমিতা দে, সুমি বিশ্বাস, স্নিগ্ধনীল চৌধুরী, প্রান্ত দাশ, ডা. শ্যামা প্রসাদ দাশগুপ্ত। অনুষ্ঠানে নাটকের পান্ডুলিপি পরিচালকের হাতে হস্তান্তর করেন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজামায়াতে ইসলামীর সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে ১ কোটি ৮ লক্ষ টাকার ক্ষতিপূরণ চেক প্রদান