মহানগর পর্যায়ে অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রতিযোগিতার সমাপনী

| বুধবার , ২৭ আগস্ট, ২০২৫ at ৫:১৭ পূর্বাহ্ণ

তারুণ্যের উৎসব২০২৫ উদযাপন উপলক্ষে বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিস আয়োজিত চট্টগ্রাম মহানগর পর্যায়ে অনূর্ধ্ব১৫ সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সিজেকেএস সুইমিং কমপ্লেক্সে গতকাল ২৬ আগস্ট সম্পন্ন হয়েছে। সাঁতার প্রতিযোগিতায় প্রতিযোগীদের ৬ষ্ঠ৮ম শ্রেণী ও ৯ম১০শ শ্রেণীতে ২টি গ্রুপে বিভক্ত করা হয়। ৫০ মিটার মুক্ত সাঁতারে সরকারি মুসলিম হাই স্কুলের ছাত্র খাঁন আশেকুর মুজিব১ম, কলকাকলী উচ্চ বিদ্যালয়ের আজমাঈন ইকতিদার২য়, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের অনিরুদ্ধ দাশ৩য়, ৫০ মিটার বুক সাঁতারে সিএমপি স্কুলের মো. নাহিদ হাসান শাওন১ম, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের অনিরুদ্ধ দাশ২য়, গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ের মো. জাহিদ৩য়, ৫০ মিটর চিৎ সাঁতারে সিএমপি স্কুলের মো. নাহিদ১ম, কলকাকলী উচ্চ বিদ্যালয়ের আজমাঈন ইকতিদার২য়, কাজেম আলী উচ্চ বিদ্যালয়ের মোবাশ্বির ইসলাম৩য়, প্রজাপতি সাঁতারে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের খাঁন আশেকুল মুজিব১ম, গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ের মো. হামীম২য়, মো. জুনায়েদ ইসলাম৩য়, ১০০ মিটার মুক্ত সাঁতারে চট্টগ্রাম কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের জামিউল ফারহান১ম, সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের আহনাফ তাহমিদ২য়, কাস্টম ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের অর্পন দাশ৩য়, ১০০ মিটর বুক সাঁতারে চট্টগ্রাম কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের জামিউল হাসান ফারহান১ম, কাস্টম ল্যবরেটরি উচ্চ বিদ্যালয়ের অর্পন দাশ২য়, শাখাওয়াত আলম রিজভী৩য়, ১০০ মিটার চিৎ সাঁতারে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের পৃথ্বীরাজ রোস অগ্নী১ম, কাজেম আলী উচ্চ বিদ্যালয়ের ইয়াছিন শরফত২য়, সানোয়ারা বয়েজ উচ্চ বিদ্যালয়ের হুসাইন৩য়, প্রজাপতি সাঁতারে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের পৃথ্বীরাজ বোস অগ্নী১ম, কাস্টম ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের অর্পন দাশ২য় ও শাখওয়াত আলম ৩য় স্থান অর্জন করে। এদিন সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) চট্টগ্রাম মো. শরীফ উদ্দিন। জেলা ক্রীড়া অফিসার ও সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব আবদুল বারীর সভাপতিত্বে ও সাবেক জাতীয় সাঁতারু মাহাবুবুর রহমান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস সহকারী প্রশাসনিক কর্মকর্তা আমির হোসেন, সাবেক জাতীয় সাঁতারু সাধন বডুয়া, সিজেকেএস সুইমিং কোচ দ্বীনুল ইসলাম ও মহসীন, কাজেম আলী স্কুল সহকারী শিক্ষক আবদুল হান্নান, কাস্টমস ল্যাবরেটারী স্কুলের সহকারী শিক্ষক শাহ আলম মজুমদার, সিএমপি স্কুলের শিক্ষক বাসু দেব শীল সহ বিভিন্ন স্কুলের ক্রীড়া শিক্ষক এবং ক্রীড়া অফিস চট্টগ্রাম ও সিজেকেএস কর্মকতা, কর্মচারীবৃন্দ। প্রতিযোগিতা শেষে প্রতিযোগীদের মাঝে সনদপত্র, মেডেল ও পুরস্কার প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডস স্কোয়াডে ১৭ বছরের সেড্রিক
পরবর্তী নিবন্ধসবুজ নারী দলের বিপক্ষে সুপার ওভারে জিতল অনূর্ধ্ব-১৫ বালক দল