মহানগর পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা (অ-১৭) ফুটবলে পাহাড়তলী ও বন্দর দল জয়ী

| বৃহস্পতিবার , ১৯ অক্টোবর, ২০২৩ at ১০:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা (১৭) ফুটবল টুর্নামেন্টে জয় পেয়েছে পাহাড়তলী বালিকা ও বন্দর বালক দল। দিনের প্রথম খেলায় পাহাড়তলী বালিকা দল ২০ গোলে বন্দর বালিকা দলকে পরাজিত করে। পাহাড়তলীর পক্ষে জান্নাতুল ফেরদৌস ২টি গোল করে। দিনের ২য় খেলায় বন্দর বালক দল ২১ গোলে পাহাড়তলী বালক দলকে পরাজিত করে।

বন্দর দলের পক্ষে শান্ত ৩টি গোল করে এবং পাহাড়তলী দলের পক্ষে আকবর বাদশাহ ১টি গোল করে। আজ ২টি খেলায় ডবলমুরিং বালক ও বালিকা দল চান্দগাঁও বালক ও বালিকা দলের মোকাবেলা করবে।

পূর্ববর্তী নিবন্ধচবিতে ইনোভেশন হাব উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধআর্জেন্টিনার জয়ের দিনে ব্রাজিলের হার