মহানগর জাসাসের রক্তদান কর্মসূচি উদ্বোধন

| শনিবার , ৯ নভেম্বর, ২০২৪ at ৮:৪৭ পূর্বাহ্ণ

মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত ৭ নভেম্বর জাসাস মহানগর শাখার উদ্যোগে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নগরীর শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত ষোলশহরস্থ বিপ্লব উদ্যানে বাংলাদেশ ক্রিসেন্ট সোসাইটির সহায়তায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রক্তদানকে উৎসাহিত করতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন নিজেই রক্তদান করে কর্মসূচি উদ্বোধন করেন। এই উপলক্ষে জাসাস, চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক এম এ মুছা বাবলুর সভাপতিত্বে সদস্য সচিব মামুনুর রশিদ শিপনের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর হেলাল বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের চেতনাকে ধারণ করেই শহীদ জিয়া বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শন প্রবর্তন করেছিলেন। তার এই দর্শন সুপ্রতিষ্ঠিত করা গেলেই স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ হবে। কোনো শত্রুই আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করতে পারবেনা। সময়ের স্রোতে আওয়ামী লীগের চরম ব্যর্থতার সমাধির ওপর দাঁড়িয়ে বাংলাদেশের আপামর সিপাহীজনতা ঐতিহাসিক বিপ্লব সাধন করে ।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে এ দেশজাতি সময়ে সময়ে নিজেদের ক্ষুদ্র ভেদাভেদ, স্বার্থচিন্তা, আত্মকলহ ও পারস্পরিক হানাহানি ভুলে ঐক্যবদ্ধ হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান, বিএনপি নেতা মো. জাফর, মাহবুব রানা, নাজমা সাঈদ, আলি আজম, মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, জাসাস নেতা দোস্ত মোহাম্মদ, শেখ জামিল হোসেন, সৈয়দ জিয়াউদ্দিন, মহিউদ্দিন মহিন, ফজলুল হক মাসুদ, মহিউদ্দিন জুয়েল, আমিনুল ইসলাম রিপন, মোহাম্মদ সালাউদ্দিন, শরীফ মোহাম্মদ গোলাম কিবরিয়, জহির হোসেন, নাহিদা আক্তার নাজু, রিপন ভাণ্ডারী, ইকবাল হোসেন, আব্দুল আউয়াল, এস বি সুমি, ফারজানা পারু, তানিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগরে অনুষ্ঠিত হলো সীরাত অলিম্পিয়াড
পরবর্তী নিবন্ধপতিত স্বৈরাচারের দোসররা দেশে বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে