জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও নগর জাসাসের সাবেক সভাপতি প্রখ্যাত সংগীত শিল্পী আবদুল মান্নান রানা বলেন, এমন একটা সময়ে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করতে যাচ্ছি, যা বর্তমান মানুষের স্বাধীনতা বলতে কিছুই নেই। অন্যদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ও চরমভাবে ঊর্ধ্বগতির কারণে আজ জনজীবন বিপন্ন। দেশের মানুষ আজ দিশেহারা। এসবের জন্য অগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাই একমাত্র দায়ী। আর এ সমস্যার একটায় সামধান দেশের গণতন্ত্র পুনঃউদ্ধার।
গতকাল বুধবার নগরীর নাসিমন ভবনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগর জাসাসের প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। নগর জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দোস্ত মোহাম্মদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তুহিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম, সদস্য ফরিদুল আলম মিল্লাত, মো. আবুল কালাম, খাইরুল বারি আইরিশ, মাইনুল ইসলাম, নাজিম উদ্দীন, মাহমুদুল হাসান তিতাস, নাহিদা আলম, নিগার সোহা, আসমা পারভীন, ইসরাত জাহাম উর্মী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।