জাতীয় পার্টির নব নিযুক্ত যুগ্ম মহাসচিব আশিক আহমেদ বলেছেন, দেশের মানুষ ৯০ পরবর্তী বি এন পি, আওয়ামী লীগের প্রতিপক্ষ দমন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিরক্ত মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তন আনতে পারে একমাত্র জাতীয় পার্টি। জাতীয় পার্টির রয়েছে ৯ বছরের উন্নয়ন সমৃদ্ধির সোনালী ইতিহাস। মানুষের এই ভালোবাসাকে পাথেয় করে সংগঠনকে তৃণমূলে শক্তিশালী করে আগামী নির্বাচনে দলকে নির্বাচিত হয়ে পল্লীবন্ধু এরশাদের স্বপ্নের নতুন বাংলা গড়তে হবে। তিনি গত মঙ্গলবার মহানগর জাতীয় ছাত্রসমাজের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। রাউজান বাসভবনে নগর ছাত্র সমাজের আহ্বায়ক শরিফুল মোল্লা নীরবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য নাছির উদ্দীন সিদ্দিকী।