চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির ৬১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে প্রেসিডিয়াম সদস্য আবু তাহেরকে আহ্বায়ক করে ৬১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন।
দলের দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক পত্রে মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়। নবগঠিত আহ্বায়ক কমিটিতে ১৩ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ৪৭ জনকে সদস্য করা হয়েছে। কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন মো. ওসমান খান, শওকত আকবর, এডভোকেট লিটন গুহ, ফজলে আজিম দুলাল, মো. আলী, নাছির উদ্দিন সিদ্দিকী, শেখ মো. আক্তার উদ্দিন, একেএম আফসার উদ্দিন রনি। সদস্যরা হলেন মাহমুদুল ইসলাম চৌধুরী, মোর্শেদ মুরাদ ইব্রাহিম, মেহজাবিন মোর্শেদ, আবদুল্লাহ মিয়া, নাছির খান, সার্জেন্ট (অব.) আবু তাহের, পংকজ বড়ুয়া, এনামুল হক বেলাল প্রমুখ।