মহানগর গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

| শনিবার , ২০ ডিসেম্বর, ২০২৫ at ১০:৪০ পূর্বাহ্ণ

শরীফ ওসমান হাদি হত্যার ন্যায়বিচার, সাংবাদিক নুরুল কবিরের ওপর হামলা, বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে গণসংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ গতকাল অনুষ্ঠিত হয়। গণসংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী চিরন্তন চিরুর সভাপতিত্বে, নির্বাহী সমন্বয়কারী মো. মোরশেদুল আলম সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উত্তর জেলার সমন্বয়কারী নাসির উদ্দিন তালুকদার, নির্বাহী সমন্বয়কারী ইঞ্জিনিয়ার জাহিদুল আলম, মহানগর সংগঠক নুরুন নেচ্ছা মুন্নি, মো. সোহাগ, সাহাবু উদ্দিন খান, মো. মামুন, ছাত্র ফেডারেশনের নেতা আরিফুল হক আরিফ, শওকত ওসমান তৌকির, পালাশ দে প্রমুখ।

বক্তারা বলেন, বৃহস্পতিবার রাতে ছায়ানট, প্রথম আলো এবং ডেইলি স্টারের মতো প্রতিষ্ঠানের ওপর ভয়াবহ আক্রমণ চালানো হয়েছে। শরিফ ওসমান হাদীর মৃত্যুর ঘটনায় সারা দেশের মানুষ শোকাহত ছিল এবং বিচার দাবি করছিল। কিন্তু সেই শোককে ছাপিয়ে একদল দঙ্গলবাজ পরিকল্পিতভাবে এই প্রতিষ্ঠানগুলোর ওপর হামলা চালিয়েছে। সিসিটিভি ফুটেজে যাদের এই হামলায় দেখা গেছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। আমরা কোনো হিংসাপ্রতিহিংসা রাজনীতি চাই না, কিন্তু বাংলাদেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের কঠোর বিচার চাই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাজেম আলী স্কুলে আহরণ মেধা বিকাশ উদ্যোগ উদ্বোধন
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে মাওলানা মোহাম্মদ হোছাইন স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা