মহানগর এলডিপির কর্মী সম্মেলন

| বুধবার , ২৭ আগস্ট, ২০২৫ at ৫:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর এলডিপির উদ্যোগে কর্মী সম্মেলন গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। নগীর একটি হোটেলে মহানগর এলডিপির আহ্বায়ক ছৈয়দ গিয়াসউদ্দিন আলমের সভাপতিত্বে এ সম্মেলন সঞ্চালনা করেন নগর এলডিপির সদস্য সচিব জাফর আহমদ চৌধুরী। উপস্থিত ছিলেন দোস্ত মুহাম্মদ, নূরুল আজগর চৌধুরী, উলামা দল মহানগর সভাপতি মৌলানা শাহ আলম আলকাদেরী, কোতোয়ালী থানা এলডিপি সভাপতি আবু ছৈয়দ, সাধারণ সম্পাদক ইকরামুল করিম ইমন, গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম মহানগর সভাপতি আজহারুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক এনাম উদ্দিন এনাম, বিএম সায়েদুল হক, মোজাম্মেল হক, আবদুল্লাহ আলনোমান, আবুল কালম আজাদ, ফরহাদ রানা, মো. শোয়াইব, ইমরান রানা, মো. জামিল, আবুল হায়াত নকশবন্দি, আমান উল্লাহ, তৈয়ব আলী, মো. মারুফ, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. জাহিদুল ইসলাম প্রমুখ। সভাপতির বক্তব্যে ছৈয়দ গিয়াসউদ্দিন আলম বলেন, এলডিপি হলো একটি গণতান্ত্রিক, আদর্শিক ও দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মিলাদ ও দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন
পরবর্তী নিবন্ধরোহিঙ্গাদের ওপর নৃশংসতার ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান পুনর্ব্যক্ত ওআইসির