মহানগর এলডিপির ঈদ পুনর্মিলনী

| শুক্রবার , ১১ এপ্রিল, ২০২৫ at ১২:৩৮ অপরাহ্ণ

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চট্টগ্রাম মহানগর ও অঙ্গসংগঠনের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান গত ৯ এপ্রিল নন্দনকানন পুলিশ প্লাজায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর এলডিপির আহবায়ক সৈয়দ গিয়াসউদ্দিন আলম। তিনি বলেন, গত ১৫ বছরে ঈদ খুশি নিয়ে আসতে পারেনি এলডিপি নেতাদের পরিবারে। ফ্যাসিবাদ পতনের পর এবার মুক্ত পরিবেশে স্বস্তির ঈদ এলডিপি নেতাদের। তিনি এ ধারা অব্যাহত রাখতে নেতাকর্মীদের আহবান জানান। সংবর্ধেয় অতিথি ছিলেন কুয়েত এলডিপির সভাপতি জাফর আহমদ চৌধুরী। গণতান্ত্রিক যুবদল মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করিম মিয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলম আলকাদেরি, কোতোয়ালি থানা এলডিপির সভাপতি মো. আবু সৈয়দ, মহানগর উলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আবুল হায়াত নক্সবন্দী, গনতান্ত্রিক যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন, বায়েজিদ বোস্তামী থানা এলডিপির প্রবীণ নেতা মোহাম্মদ আলি। বক্তব্য রাখেন মোহাম্মদ ফরহাদ, জাহেদুল ইসলাম, একে নয়ন, মোহাম্মদ দেলোয়ার, হারুন হায়দার, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ আসলাম, মোহাম্মদ মাসুদ,মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ সাদ্দাম, মো. ফরিদুর রহমান (দিপু) আব্দুল নবী, মো. আব্দুর রাজ্জাক মো. রুবেল, মোহাম্মদ কাউসার, মোহাম্মদ ফোরকান, মো. শফিক, মো. ফারুক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় অগ্নিদুর্গত ৯ পরিবারের পাশে কোস্ট ফাউন্ডেশন
পরবর্তী নিবন্ধহাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ