মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আ. লীগের বর্ধিত সভা স্থগিত

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩১ জুলাই, ২০২৪ at ১১:১৫ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আজ বুধবার চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভাটি অনিবার্য কারণ বশতঃ কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী স্থগিত করা হয়েছে। পরবর্তীতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সভার দিনতারিখ ও স্থান জানিয়ে দেওয়া হবে বলে গতকাল মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবান পৌর এলাকার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম শুরু
পরবর্তী নিবন্ধহাই কোর্টের ৯ বিচারপতির শপথগ্রহণ