ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আজ বুধবার চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভাটি অনিবার্য কারণ বশতঃ কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী স্থগিত করা হয়েছে। পরবর্তীতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সভার দিন–তারিখ ও স্থান জানিয়ে দেওয়া হবে বলে গতকাল মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।