মহানগর আ. লীগের ওয়ার্ড সম্মেলন শুরু হচ্ছে আজ

পতেঙ্গা ওয়ার্ড দিয়ে আনুষ্ঠানিকতা শুরু

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৮ জুন, ২০২২ at ৬:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড সম্মেলন আজ থেকে শুরু হচ্ছে। নগরীর প্রায় ইউনিট সম্মেলন শেষে আনুষ্ঠানিকভাবে ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড সম্মেলনের মধ্যদিয়ে ওয়ার্ড সম্মেলনের উদ্বোধন হতে যাচ্ছে। এরপর ধারাবাহিক ভাবে নগরীর অন্যান্য ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

আজ মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের পাশে বাটারফ্লাই পার্কে নগরীর ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি। সম্মেলন উদ্বোধন করবেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী। প্রধান বক্তার হিসেবে উপস্থিত থাকবেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বিশেষ অতিথি থাকবেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, নির্বাহী সদস্য কামরুল হাসান বুলু, থানা আওয়ামী লীগের আব্দুল হালিম, এ এস এম ইসলাম। উক্ত সম্মেলন সফল করার লক্ষ্যে ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলর ও ডেলিগেটদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। আগামী ১ অক্টোবর মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

গত ২৫ মে নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে মহানগর আওয়ামী লীগ আয়োজিত সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে মাহবুব উল আলম হানিফ এমপি মহানগর আওয়ামীলীগের বহুল প্রতীক্ষিত সম্মেলনের তারিখ ঘোষণা করেন। দীর্ঘ ১৬ বছর পর নগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণায় নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। নগর আওয়ামী লীগের সম্মেলনের আগে ১ জুলাই থেকে পুরো মাসব্যাপী (শোকের মাস আগস্ট ছাড়া) এবং ২০ সেপ্টেম্বরের মধ্যে ওয়ার্ড ও থানা আওয়ামী লীগের সম্মেলন শেষ করার নির্দেশ দেয়া হয়েছে। এ লক্ষে আজ মঙ্গলবার নগরীর প্রথম ওয়ার্ড সম্মেলন শুরু হচ্ছে।

উল্লেখ্য, গত ২২ মার্চ মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের) জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের উপস্থিতিতে নগরীর ১৫টি থানার সাংগঠনিক কার্যক্রম তদারকির জন্য ১৫টি সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। এই সাংগঠনিক টিমের নেতৃত্বে নগরীর ওয়ার্ড সম্মেলন শুরু হচ্ছে। এরপর থানা সম্মেলন শুরু হবে। এর আগে একবার ওয়ার্ড সম্মেলনের তারিখ ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত সাংগঠনিক বিরোধের কারণে ওয়ার্ড সম্মেলন বন্ধ হয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গের পথে ওয়াসফিয়া
পরবর্তী নিবন্ধলাইটারেজ জাহাজে বিদ্যুৎস্পৃষ্টে ইঞ্জিন মিস্ত্রির মৃত্যু