চট্টগ্রাম মহানগরীকে ৬টি জোনে ভাগ করে আগামীকাল থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদের কাজ। জোন গুলো হচ্ছে- কোতোয়ালী, পাহাড়তলী, ডবলমুরিং, চান্দগাঁও, বন্দর ও পাঁচলাইশ।
আগামীকাল শুরু হচ্ছে কোতোয়ালী ও পাহাড়তলী থানাধীন ওয়ার্ড সমূহে। এই দুই জোনে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলবে ১ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত। এরপর ১ সেপ্টেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের কাজ শুরু হবে ডবলমুরিং, চান্দগাঁও, বন্দর ও পাঁচলাইশ জোনে। এই চার জোনে তথ্য সংগ্রহের কাজ চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে, কোতোয়ালী জোনে ২১ আগস্ট তথ্য সংগ্রহের পর ছবি তোলাসহ রেজিস্ট্রেশন করা হবে ২১ সেপ্টেম্বর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত। পাহাড়তলী জোনের তথ্য সংগ্রহের পর ছবিসহ রেজিস্ট্রেশন করা হবে ২৭ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত।
ডবলমুরিং জোনের তথ্য সংগ্রহের পর ছবিসহ রেজিস্ট্রেশন করা হবে ১৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর। চান্দগাঁও জোনে তথ্য সংগ্রহের পর ভোটারদের ছবিসহ রেজিস্ট্রেশন করা হবে ২৪ সেপ্টেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত। বন্দর জোনে তথ্য সংগ্রহের পর ছবিসহ রেজিস্ট্রেশন করা হবে ৭ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। পাঁচলাইশ জোনে তথ্য সংগ্রহের পর ছবিসহ রেজিস্ট্রেশন করা হবে ২৭ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত।
এই ব্যাপারে চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহা. জাহাঙ্গীর হোসেন বলেন, ১ আগস্ট থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে। দেশের প্রকৃত যোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহ করে ভোটার করাটা নির্বাচন কমিশনের যেমন দায়িত্ব, তেমনি জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রতিটি নাগরিকেরও দায়িত্ব। ভোটাররা যেন সঠিত তথ্য দিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমকে সহযোগিতা করে সেজন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানান।












