জিনিয়াস বাংলাদেশ মেধাবৃত্তি পুরস্কার বিতরণী ও শিশু উৎসব আগামী ১০ জুন সকাল ১০টায় নগরীর ষোলশহর এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। অনুষ্ঠান উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য প্রফেসর বেনু কুমার দে (একাডেমিক)।
অনুষ্ঠানে নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কেজি থেকে পঞ্চম শ্রেণির চার শতাধিক শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন জিনিয়াস পরিচালক সরোজ আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি।












