চট্টগ্রাম মহানগরে জিনিয়াস বাংলাদেশ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গত ২৫ ডিসেম্বর সকালে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ ও মহিলা কলেজ চট্টগ্রাম পৃথক দুটি কেন্দ্রে একযোগে জিনিয়াসের ১২তম এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কে জি শ্রেণি থেকে অষ্টম শ্রেণির প্রায় তিন হাজার পরীক্ষার্থী অংশ নেয়। সকালে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন জিনিয়াস পরিচালক সরোজ আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক উত্তম কুমার আচার্য্য, কালবেলার চট্টগ্রাম ব্যুরো চিফ সাইদুল ইসলাম, নাট্যজন মীর জুবেদ, রাশেদুল আলম চৌধুরী ও দিদারুল আলম।
মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন জিনিয়াস মহাসচিব বিলকিছ আকতার, যুগ্ম সচিব সুশান্ত কুমার শীল, শিক্ষাসচিব মুহাম্মদ রিদওয়ানুল হক ও শাকিল আরাফাত। দুটি কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন শিক্ষক রতন কান্তি শীল ও রুপন কান্তি শীল। হল সুপার ছিলেন পুলক কুমার সেন ও মৃণাল কান্তি নাথ। পরীক্ষা পরিচালনায় সার্বিক দায়িত্ব পালন করেন আ ক ম ফারুক, রাশেদুল আলম চৌধুরী, সাহেদুর রহমান, আলমগীর হায়দার, নাছিম উদ্দিন, ইরতেজাউর রহমান খান, ইশতিয়াক রহমান খান, সায়েদ মোহাম্মদ সাইমুম সাকিব ও তানজিম আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি।