বালক–বালিকাদের নিয়ে আয়োজিত মহানগরী স্কুল হ্যান্ডবল লিগ গতকাল সোমবার সম্পন্ন হয়েছে। মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এ লিগে বালক বিভাগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলায় তারা ১০–০৮ গোলের ব্যবধানে সিএমপি স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। ম্যান অফ দ্যা ম্যাচ হন বিজয়ী দলের আসিফ। বালিকা বিভাগে চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। ফাইনালে চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় টাইব্রেকারে ১–০ গোলে পন্থিছিলা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত সময়ে এ দু’দলের খেলা ড্র ছিল। ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ হন ফারিয়া। বালক এবং বালিকা বিভাগে চ্যাম্পিয়ন দল দুটি ট্রফি সহ নগদ ১০,০০০ টাকা লাভ করে। খেলা শেষে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি সিএমপি কমিশনার ও চমকস সভাপতি কৃষ্ণ পদ রায়। হ্যান্ডবল কমিটির সদস্য অধ্যাপক জাহেদুল রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার হ্যান্ডবল কমিটির চেয়ারম্যান ও উপ–পুলিশ কমিশনার (উত্তর) মো. মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্পন্সর কর্ণফুলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল খালেক চৌধুরী, অধ্যক্ষ সাহেদুল কবির চৌধুরী। অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।












