মহানগরী স্কুল হ্যান্ডবল লিগে গতকাল বৃহস্পতিবার ৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে। মিউনিসিপ্যাল স্কুল মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৩–১ গোলে কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। এ খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হন বিজয়ী দলের সোনালী দত্ত।
দিনের দ্বিতীয় খেলায় বালিকাদের গ্রুপে চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৬–১ গোলে সিএমপি স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। বিজয়ী দলের রিফাত তাসফিয়া জেরীন ম্যান অফ দ্যা ম্যাচ হন।
দিনের তৃতীয় খেলায় বালকদের ইভেন্টে বাংলাদেশ রেলওয়ে ষ্টেশন কলোনী উচ্চ বিদ্যালয় ৯–২ গোলে চট্টগ্রাম শাহ ওয়ালিউল্লাহ ইনষ্টিটিউটকে পরাজিত করে। বিজয়ী দলের মো. নুরুল ইসলাম ম্যান অফ দ্যা ম্যাচ হন।










