মহানগরী রিকশা চালক মালিক ঐক্য পরিষদের সমাবেশ

| শনিবার , ১৮ ডিসেম্বর, ২০২১ at ৮:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরী রিকশা চালক-মালিক ঐক্য পরিষদের উদ্যোগে গতকাল এক প্রতিবাদ সভা রাহাত্তারপুলে অনুষ্ঠিত হয়। রিকশা চালক-মালিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের নামে বিভ্রান্তির ছড়ানোর অপচেষ্টার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
ঐক্য পরিষদের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঐক্য পরিষদের উপদেষ্টা এম এ কাদের। প্রধান বক্তা ছিলেন টিটু মহাজন। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি মোফাজ্জ্বল আহমেদ লেদু, খুরশিদ কোম্পানি, মিজানুর রহমান মোস্তফা, মো. তছলিম, আসিফ মাহমুদ আকতার, মঞ্জুরুল আলম, মো. করিম, মজিবুর রহমান চৌধুরী, মো. ইব্রাহিম, মোহাম্মদ আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেগম জিয়ার মুক্তি ও জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে
পরবর্তী নিবন্ধঅটোটেম্পো শ্রমিক ইউনিয়নের অনুদান প্রদান