মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগের খেলোয়াড় বাছাই শুরু

| রবিবার , ২১ ডিসেম্বর, ২০২৫ at ১১:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার আয়োজিত ও ইস্পাহানি গ্রুপ অব কোম্পানিজের পৃষ্টপোষকতায় ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগ২০২৫২৬ আসরের খেলোয়াড় বাছাই পর্ব গতকাল থেকে শুরু হয়েছে। প্রথম দিনে শিকলবাহা স্পোর্টস একাডেমি, আরবান ফুটবল একাডেমি, বাংলাদেশ ফুটবল ক্লাব, হাটহাজারী স্পোর্টস ক্লাব, রাইজিং ষ্টার ফুটবল একাডেমি, চিটাগাং ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, চট্টগ্রাম ইডেন ষ্টার ক্লাবের খেলোয়াড় বাছাইয়ের কাজ সম্পন্ন হয়। বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন বাছাই উপকমিটির আহবায়ক ও সংস্থার সহসভাপতি মো. ইবাদুল হক লুলু এবং চ...স এর যুগ্‌্ম সম্পাদক তৈয়বুর রহমান, ফরিদ আহম্মেদ। সদস্য হিসেবে আছেন সেকান্দর কবির, নওশাদ আলম চৌধুরী, রাকিব মাহমুদ, মাহ্‌বুব উল আলম মুকুল, এম এ মুসা বাবলু, দেবাশিষ বড়ুয়া, জহির উদ্দিন, মোহাম্মদ নাছির, মো. গালিব। আজ যেসব দলের খেলোয়াড় বাছাই হবে সেদলগুলো হলো: হালদা ফুটবল ক্লাব,পাঠানটুলি ফুটবল একাডেমি, দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি, জুলধা স্পোর্টস একাডেমি,চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টার, একরাম ফুটবল ট্রেনিং একাডেমি, ডায়নামিক ফুটবল একাডেমি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় নুরুদ্দীন ফকির অলিম্পিক নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধসর্বোচ্চ উইকেট শিকারির দৌড়ে আছেন মোস্তাফিজ