মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগে খেলোয়াড় বাছাই আজ শুরু

| শনিবার , ২০ ডিসেম্বর, ২০২৫ at ১১:০২ পূর্বাহ্ণ

ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগের খেলোয়াড় বাছাই কার্যক্রম আজ ২০ ডিসেম্বর শনিবার হতে শুরু হচ্ছে। মহানগরী ক্রীড়া সংস্থার কার্যালয়ে ২য় তলায় বাছাই কার্যক্রম ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।

আগামী ৩১.১২.২০২৫ যে সকল খেলোয়াড়দের বয়স ১৮ বছর পূর্ণ হবে, অর্থাৎ ০১.০১.২০০৮ইং বা তারপরে যাদের জন্ম, কেবলমাত্র তারাই এই লিগের খেলোয়াড় হিসেবে যোগ্যতা অর্জন করবে। খেলোয়াড়দের ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র আনতে হবে। বাছাই কার্যক্রম আরম্ভের পূর্বেই দলের কর্মকর্তাকে অফিস হইতে অবশ্যই ফরম সংগ্রহ করতে হবে। আজকের বাছাইসূচিতে অংশ নেবে: শিকলবাহা স্পোর্টস একাডেমি, আরবান ফুটবল একাডেমি, বাংলাদেশ ফুটবল ক্লাব, হাটহাজারী স্পোর্টস ক্লাব, রাইজিং ষ্টার ফুটবল একাডেমি, চিটাগাং ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এবং চট্টগ্রাম ইডেন ষ্টার ক্লাব।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় প্রশাসনের সাথে সাংবাদিকদের প্রীতি ফুটবল ও ব্যাডমিন্টন খেলা
পরবর্তী নিবন্ধ৩৯.৫ ওভারে ৫১৫ রান ৩৬ ছক্কা ও ২ সেঞ্চুরি