চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত এবং ইস্পাহানী গ্রুপ অব কোম্পানিজের পৃষ্ঠপোষকতায় ইস্পাহানি মহানগরী পাইওনিয়র ফুটবল লিগ ২০২৫–২৬ আগামীকাল ২৮ জানুয়ারি বুধবার থেকে শুরু হচ্ছে। এদিন বিকাল ৩ টায় দামপাড়া পুলিশ লাইনস মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও সভাপতি চ.ম.ক.স হাসিব আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানি গ্রুপ অব কোম্পানিজ এর চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি। ১৮ বছর বয়সীদের নিয়ে আয়োজিত পাইওনিয়র ফুটবল লিগ শুরু উপলক্ষে গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম সংলগ্ন চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপ–পুলিশ কমিশনার(উত্তর) সিএমপি ও চ.ম.ক.স ফুটবল কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম। সম্মেলনে জানানো হয়, মোট ৩২টি দল এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে। দলগুলোকে ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। পরবর্তীতে ৮ গ্রুপ থেকে সর্ব্বোচ পয়েন্ট অর্জনকারী ৮টি দল কোয়ার্টার ফাইনাল পর্বে অংশ নিবে। এর পর সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে। তিন যুগের অধিক সময় ধরে চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা এই ফুটবল লিগ আয়োজন করে আসছে।
এবারের টুর্নামেন্টের মোট বাজেট ধরা হয়েছে ৪,৯১,৪০০ টাকা। ফুটবল কমিটির সম্পাদক মাহ্বুব উল আলম মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানির প্রতিনিধি তাসবির হাকিম, সংস্থার সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন আহমদ চৌধুরী, সহ–সভাপতি ইবাদুল হক লুলু, কমিটির যুগ্ম সম্পাদক তৈয়বুর রহমান, ফরিদ আহম্মেদ, নির্বাহী কমিটির সদস্য সেকান্দর কবির, কমিটির যুগ্ম সম্পাদক এম মুসা বাবলু, জহির উদ্দিন, মো. নাসির, আইনুল কবির জিতু প্রমুখ। উদ্বোধনী দিনে বেলা ৩টায় মাদারবাড়ী শোভনীয়া ক্লাব ও একরাম ফুটবল ট্রেনিং একাডেমি পস্পরের মোকাবেলা করবে। দামপাড়া পুলিশ লাইন মাঠে এ খেলা অনুষ্ঠিত হবে।











