মহানগরী জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

| রবিবার , ২৩ মার্চ, ২০২৫ at ১১:০৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ভারপ্রাপ্ত অঞ্চল পরিচালক ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আহছানুল্লাহ ভুইয়া বলেছেন, দেশের ভিতরে ঘাপটি মেরে থাকা ফ্যাস্টিস্টের দোসরেরা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ৫ আগস্ট পটপরিবর্তনের পর ইসলামের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। গতকাল শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। দেওয়ানবাজারস্থ নগর জামায়াতের কার্যালয়ে চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম মহানগরীর চারটি আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করেন আলহাজ্ব শাহজাহান চৌধুরী। এর মধ্যে চট্টগ্রাম(বোয়ালখালীচান্দগাঁও) আসনের প্রার্থী বিশিষ্ট সমাজসেবক ডা. মুহাম্মদ আবু নাছের, চট্টগ্রাম(বাকলিয়াকোতোয়ালী) আসনে বিশিষ্ট সমাজসেবক ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ডা. এ কে এম ফজলুল হক, চট্টগ্রাম১০ (পাঁচলাইশপাহাড়তলীহালিশহর) আসনে বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী এবং চট্টগ্রাম১১ (বন্দরপতেঙ্গা) আসনে বিশিষ্ট সমাজসেবক ও সাবেক কাউন্সিলর শফিউল আলম।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জাফর সাদেক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুহাম্মদ নজরুল ইসলাম, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, এস এম লুৎফর রহমান, শফিউল আলম, ডা. মুহাম্মদ আবু নাছের, ইব্রাহিম হোসেন রনি ও মুমিনুল হক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে হেফাজতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ