কে এম এজেন্সি মহানগরী কিশোর ফুটবল লিগ আগামীকাল ৩১ ডিসেম্বর শনিবার বেলা–৩টায় দামপাড়া পুলিশ লাইনস্ মাঠে শুরু হবে। এই ফুটবল লিগের উদ্বোধন করবেন চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সভাপতি এবং পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। বিশেষ অতিথি থাকবেন স্পন্সর মশিউল আলম স্বপন। উদ্বোধনী দিনে মুখোমুখি হবে কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি এবং রামপুর একাদশ।