চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত মোহাম্মদ নাছির উদ্দিন স্মৃতি মহানগরী কিশোর ফুটবল লিগে আবেদনকারী দলগুলির মধ্যে হতে মোট ১৩ টি দলকে অংশগ্রহনের অনুমতি দেয়া হয়েছে। দলগুলো হচ্ছে: চট্টগ্রাম ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, মাদারবাড়ী শোভনীয়া ক্লাব, পাহাড়তলী একাদশ ক্রীড়া চক্র, বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমি,চট্টগ্রাম বিহঙ্গ ফুটবল একাডেমি, মহসিন সাজু ফুটবল একাডেমি,বড় উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি,দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি,কাট্টলী ফুটবল একাডেমি, জাগৃতি, বদিউল আলম স্মৃতি ফুটবল একাডেমি, বাবর ফুটবল একাডেমি ও কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি। এছাড়া নিম্ন লিখিত দলগুলিকে দলের খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের খেলার মাঠে খেলোয়াড় সূলভ আচরনের অঙ্গীকারনামা প্রদানের শর্তে অংশগ্রহণের অনুমতি দেয়া হয়। দলগুলো হচ্ছে : রামপুর একাদশ ফুটবল একাডেমি,পাঠানটুলী ফুটবল একাডেমি। উল্লেখ্য যে সকল খেলোয়াড়ের জন্ম ১ আগষ্ট ২০০৯ ইং বা এর পরে এবং দৈহিক উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি বা এর কম শুধুমাত্র ঐ সব খেলোয়াড়রা উক্ত লিগের খেলোয়াড় হিসাবে তালিকাভুক্ত হতে পারবে। খেলোয়াড় বাছাইয়ের তারিখ ক্লাবগুলিকে পরে জানিয়ে দেয়া হবে। ক্লাবগুলিকে বাছাইয়ের প্রস্তুতি নেয়ার জন্য বলা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।