মহানগরী কিশোর ফুটবল লিগে চ্যাম্পিয়ন শোভনীয়া একাডেমি

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২২ জানুয়ারি, ২০২৩ at ৫:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরী কিশোর ফুটবল লিগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মাদারবাড়ি শোভনীয়া ফুটবল একাডেমি। গতকাল শনিবার বিকেলে দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মাদারবাড়ি শোভনীয়া ফুটবল একাডেমি ২১ গোলে রামপুর ফুটবল একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে রায়হান আহম্মদ ঈশান, ইসরাফিল জামান ইমন একটি করে গোল করেন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিএমপি কমিশনার ও চট্টগ্রাম মহাগনরী ক্রীড়া সংস্থার সভাপতি কৃষ্ণপদ রায়। সংস্থার ক্রিকেট কমিটির সাবেক সম্পাদক যাহেদুর রহমানের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ফুটবল কমিটির সভাপতি ও উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান। লিগ চ্যাম্পিয়ন দল ট্রফিসহ নগদ ১২,৫০০ টাকা, রানার্স আপ দল ট্রফিসহ ৮০০০ টাকা, ২য় রাউন্ডের দল চট্টগ্রাম বিহঙ্গ ফুটবল একাডেমি ও সাজু ফুটবল একাডেমি, চট্টগ্রাম শেখ রাসেল ফুটবল একাডেমিকে ট্রফিসহ প্রাইজমানি প্রদান করা হয়। সেরা সুশৃঙ্খল দল হিসেবে পুরস্কার লাভ করে পাহাড়তলী একাদশ ক্রীড়াচক্র।

সর্বোচ্চ গোলদাতা মাদারবাড়ি শোভনীয়া ফুটবল একাডেমির রহমত উল্লাহ এবং ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন মাদারবাড়ি শোভনীয়া ফুটবল একাডেমির রায়হান আহমেদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক প্রফেসর শায়েস্তা খান, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম ও অপস্‌) ,,ম মাহতাব উদ্দিন, সংস্থার সহসভাপতি ও উপপুলিশ কমিশনার (সদর) আব্দুল ওয়ারিশ, উপপুলিশ কমিশনার এস্টেট ও ডেভলপমেন্ট এস.এম মোস্তাইন হোসাইন এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধকনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগ আজ শুরু